অসুস্থতার জন্য আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেলে সাস্থ্য পরীক্ষা করে গেছেন দূর্নীতি মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রিপোর্ট এখনও হাতে না আসায় ঠিক বোঝা যাচ্ছে না সে কতটা অসুস্থ, রিপোর্ট হাতে এলে জানা যাবে তার অবস্থা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে খালেদার জামিন আবেদনের শুনানি পিছিয়ে ধার্য্য করা হয়েছে ২২ মে। ততদিন পর্যন্ত তাকে থাকতে হবে জেলেই। তার অসুস্থতা কি সত্যি নাকি বিএনপির কোন কূটচাল সেটা নিয়ে চলছে জনমনে গুঞ্জন। এক পক্ষ বলছে দেশ ত্যাগের পরিকল্পনার অংশ হিসেবেই খালেদার অসুস্থতার নাটক তো অন্য পক্ষ খালেদা কে মারাত্মক অসুস্থ বলে সোসাল মিডিয়াতে প্রচার করে যাচ্ছে। সূত্র মতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দল গুলো ১১তম নির্বাচনের আসন নির্ধারন নিয়ে একের পর এক হুশিয়ারি তে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। শরীকরা দল ছেড়ে গেলে একদম একা হয়ে পড়বেন বিএনপি। শরিক এলডিপি চেয়ারম্যান কর্নেল অলী আহমেদ বলেন, নির্বাচন এর হাওয়া বইতে শুরু করেছে দেশে, এখনই সময় আসন নির্ধারন নিয়ে বৈঠকে বসার। কিন্তু বিএনপি বৈঠক নিয়ে কোন কথা না বলায় ক্ষোভ প্রকাশ করেছেন এ নেতা। খালেদা তথা বিএনপির হাতে খুব কম সময় বলেও হুশিয়ারি দেন তিনি।