তারেকের নির্দেশ মেনে নিতে অস্বীকার ফখরুলের

0
2

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ মেনে নিতে অস্বীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ফখরুলপন্থী হিসেবে পরিচিত নেতাদের নিয়ে আয়োজিত এক মধ্যাহ্নভোজে এমন বার্তাই দিয়েছেন দলটির এ নেতা।

মধ্যাহ্নভোজে উপস্থিত একাধিক বিএনপি নেতার সাথে কথা বলে জানা যায়, মহানগর-জেলা-উপজেলা পর্যায় গঠিত কমিটি নিয়েও মত দিচ্ছেন লন্ডনে বসবাসরত তারেক রহমান। আর তার এই মত কিংবা নির্দেশ মেনে নিতে অস্বীকার করেছেন ফখরুল। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, দল বিপদে এখন, ত্যাগি কর্মীদের জায়গা দিয়ে দলকে নতুন ভাবে উজ্জিবিত করতে কমিটি দিতে চাচ্ছে বিএনপি। কিন্তু এই কমিটিতে কে আসবেন কে শীর্ষ পদ পাবেন সেটা ঠিক করে লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন তারেক রহমান। ১০ বছর যে দেশের বাইরে সে কেমন করে কমিটির জন্য সুপারিশ করতে পারে বলেও নেতা কর্মীদের কাছে প্রশ্ন রাখেন দলটির মহাসচিব। দলের খারাপ সময়ে একজন পলাতক নেতার কাছ থেকে কোন রকম নির্দেশ মেনে নিতে নারাজ আমাদের মহাসচিব বলেও মন্তব্য করেন বেশ কিছু নেতা কর্মী।

এদিকে পল্টন দলীয় কার্যালয়ে গিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাথে কথা বলতে চাইলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করেন নি। তবে রিজভি পন্থী এক নেতা বলেন, তিনি(রিজভি) তারেক রহমান পন্থী নেতা। এই মহাসচিব বাদ পড়লে তিনিই হবেন দলটির পরবর্তী মহাসচিব, তাই তারেক ভাইয়ের বাইরে যাওয়ার কোন চেষ্টা তিনি করবেন না। তবে দলটির যে অংশ ফখরুল পন্থী বলে বিবেচিত এরা খুব শিঘ্রই দলীয় রোষানলে পড়বে বলেও মন্তব্য করেন এই নেতা।

উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর জেল হয় এবং তারপর থেকে তিনি কারাগারেই আছেন। আর এই সময়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপাসন করা হয় ১৭টি মামলার আসামি ও এফবিআই এর লাল তালিকা ভুক্ত আসামি তারেক রহমান। দলটির শীর্ষ পদ নিয়েই চলছে দলীয় কোন্দল।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here