জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে থাকায় এবার ২১ শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মূল বেদিতে ধাক্কাধাক্কি করেন বিএনপির সিনিয়র নেতারা।
প্রতক্ষ্যদর্শী দের ভাষ্যমতে, শহীদ মিনারের মূল বেদিতে ফুল দেওয়া নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে মির্জা ফখরুল পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলেও জানা গেছে। এনিয়ে দলের এক সিনিয়র নেতা স্থায়ি কমিটির সদস্য খন্দোকার মোশারফ বলেন, দলের সিনিয়র দুই নেতার এমন প্রকাশ্যে ধাক্কাধাক্কি শোভা পায় না। তৃণমূল নেতারা তাদের এই দ্বন্দ্ব নিয়ে আছে ধোয়াশায়। তারা দুইজন দলের সিনিয়র নেতা অথচ প্রকাশ্যে মিডিয়ার সামনে এমন বাচ্চাছেলেদের মত ধাক্কাধাক্কি করে দলের বদনামই করছেন বলেও মন্তব্য করেন এই নেতা।
এ দিকে রোভার স্কাউটের এক সদস্য বলেন, ফুল নিয়ে বিএনপি নেতারা শহীদ মিনারের মূল বেদিতে উঠলে পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু করেন নেতারা, এক পর্যায়ে মির্জা ফখরুল ও রিজভি সাহেব ও ধাক্কাধাক্কিতে জড়ান, এমন কি উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় এ সময়।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জেল হওয়ার পর থেকে দলের এই সিনিয়র দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আছে। দলের নেতাদের নিজেদের মধ্যে চরম অনাস্থাই এমন পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অনেকেই মনে করেন।