বিএনপি নেতাদের বিকল্প ধারায় আমন্ত্রণ মাহি বি চৌরুরীর

0
12

বিএনপি নেতাদের বিকল্প ধারায় যোগ দিতে আমন্ত্রন জানালেন দলটির মহাসচিব মাহি বি চৌধুরী। আজ সকালে দলীয় এক সভায় এ আমন্ত্রণ জানান বিএনপির সাবেক এই এমপি।

গুলশানের এক রেস্তরায় দলের এক জরুরি সভায় মাহি-বি-চৌধূরি বলেন, বিএনপি এখন অতল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। তারা এখন ভাঙ্গা নৌকার মত, একুল ওকুল সবই হারালো। আমি বিএনপি নেতাদের আহ্বান করবো নৌকা ডুবে যাওয়ার আগেই আসুন বিকল্প ধারায়, যোগ দিন আমাদের সাথে। এসময় হল জুড়ে হাসির রোল ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিএনপির বর্তমান অনেক নেতার সাথে আলাপ হলে দলটির স্থায়ি কমিটির সদস্য খন্দোকার মোশারফ বলেন, হাতি গর্তে পড়লে চামচিকাও লাত্থি মারে, বিএনপি এখনও বিকল্প ধারার চেয়ে অনেক বড় দল। এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আনিস বলেন, বিএনপি যুগ্ম-মহাসচিব রিজভি ভাইয়ের নেতৃত্বে আমরা ঘুরে দাড়াবো। এদিকে বিএনপিতে দিন দিন বাড়ছে উত্তাপ, নানা গ্রুপ উপ-গ্রুপে জর্জরিত দলটি। এই সময়ে মাহি-বি-চৌধুরির এমন মন্তব্য আতে ঘা দিয়েছে বিএনপিকে।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here