বিএনপিতে তারেককে নিয়ে নানা বিভক্তিতে নেতারা

0
2
বিএনপির দায়িত্ব নিয়ে দলের সিনিয়র নেতারা জড়িয়ে পড়েছে নানা বিভক্তিতে। দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, মেজর হাফিজ, মওদুদ আহমেদ, খন্দোকার মোশারফ, এমন নানা পন্থে বিভক্ত এখন বিএনপি। এরমধ্যে শুধু রিজভি একাই তারেকের আশির্বাদপুষ্ট।
বিএনপির কয় একজন সিনিয়র নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আগ্রহের কারণে তারেক রহমান দ্রুত ‘ভারপ্রাপ্ত’ পদে বসতে আগ্রহী হয়েছেন। এতে করে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে না তাকে। তারেক রহমানকে ভারপ্রাপ্ত করার মধ্য দিয়ে পুরনো বিতর্ক নতুন করে উঠে আসবে। ক্ষমতায় থাকতে ‘হাওয়া ভবন’ চর্চা, ‘বিকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়’ তৈরি করা, দুর্নীতির মামলাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি হিসেবে তারেক রহমানের রাজনৈতিক আবেদন এখনও খালেদা জিয়ার চেয়ে বহুগুণ কম। সেই কারণেই খালেদা জিয়ার কারাগারে যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তারেককে এভাবে ভারপ্রাপ্ত করার মধ্য দিয়ে একদিক দিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর প্রতি অবজ্ঞার প্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন নেতারা।
কেন্দ্রীয় বিএনপির এক উপদেষ্টা বলেন, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়াই দলের মধ্যে এক অদ্ভূত সমস্যা সৃষ্টি করেছে। তার মাথায় জেলের বোঝা, মামলায় ঠাসা, যেকোন মুহুর্তে গ্রেফতার হতে পারেন এমন একজন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলে তো সমস্যা হবেই। সিনিয়র নেতারাই বা তাকে কেন মেনে নিবে। বিএনপি এখন মরা মাছের মত হয়ে গেছে, ঘাটলেই দূর্গন্ধ বের হয় বলেও মন্তব্য করেন এই নেতা।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here