লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি ও বিএনপির সাবেক শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন বিএনপি চেয়ারপাসন যদি আমাকে দলের দায়িত্ব দেয় তবে আমি আবার বিএনপি তে ফিরতে পারি।
সূত্র মোতাবেক কর্নেল অলির বিএনপি ছাড়া আসলে শীর্ষ পদ নিয়ে দ্বন্দ্বের কারনে। এখন সুযোগ বুঝে সেও তার সাবেক দলের প্রধান হতে চায়। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে বিএনপির এক সিনিয়র নেতার সাথে ফোনে আলাপকালে এসব কথা বলেন কর্নেল অলি, এমনটাই সূত্র নিশ্চিত করেছে। কর্নেল অলির এলডিপি বর্তমান বিএনপি চালিত জোটের একজন শরিক দল।
উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ৫ বছর জেল হওয়ার পরই দলে শুরু হয় ভাঙ্গনের গুঞ্জন। একাধিক ভাঙ্গনের মুখে যখন বিএনপি দাঁড়িয়ে ঠিক তখনই বিএনপি সাবেক এই নেতার এমন উক্তি বিএনপি কর্মীদের ফেলে দিয়েছে ধোয়াশায়।