বিএনপি ভেঙ্গে হচ্ছে দু’টুকরো, তৃণমূল বিএনপি নামে আসছে নতুন দল!

0
3
সূত্র মতে, ভারতের তৃনমূল কংগ্রেসের আদলে তৃণমূল বিএনপি নামে নতুন দল নিয়ে নির্বাচনে আসার কথা ভাবছে বিএনপির একাংশ। দলের এক শীর্ষ নেতার তথ্যমতে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জেল হয়ে গেলে যদি তারেক রহমান কে দলের দ্বায়িত্ব ভার দেন বেগম জিয়া তবে বিএনপি থেকে বের হয়ে গিয়ে নতুন দল গঠন করার ব্যাপারে চূড়ান্ত স্বিদ্ধান্তে পৌছেছে দলের বেশ কিছু সিনিয়র নেতা।
দলের স্থায়ী কমিটির এক প্রভাবশালী নেতার সাথে কথা বলে জানা যায়, নতুন দল গঠনের ব্যাপারে একমত হতে পেরেছে দলের বেশ কিছু সিনিয়র ও বিভিন্ন জেলার শীর্ষ নেতারা। সেক্ষেত্রে তারা দলের মহাসচিবের দ্বায়িত্ব দিতে চান বর্তমান মহাসচিব মির্জা ফকরুলকে। তবে নতুন দল গঠন হলে কে হবেন দলের সভাপতি কিংবা চেয়ারম্যান সে বিষয়ে এখনও তারা স্বিদ্ধান্তে আসতে পারেন নি। তবে বর্তমান বিএনপির এক যুগ্ম-মহাসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান- দলের সভাপতি বা চেয়ারম্যান হওয়ার জন্য কিছু ক্লিন ইমেজের ব্যাক্তির সাথে কথা বার্তা চলছে, সেক্ষেত্রে তারা একজনের ব্যাপারে একটা নীতিগত স্বিদ্ধান্তে আসতে পেরেছেন। তিনি হলেন নোবেল বিজয়ী ড: মোহাম্মাদ ইউনুস। তাকে দলের চেয়ারম্যান ও নির্বাচনে জিতে দল ক্ষমতায় আসলে তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে বিএনপির নাখোশ নেতারা। এ নিয়ে চলছে দেন দরবার। তবে মির্জা ফকরুলের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কথা না বলে এড়িয়ে যান। বিএনপির একাধিক নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কয়েকজনের সাথে কথা হয়, নাম প্রকাশ না করার শর্তে তারা নতুন দল গঠনের ব্যপারে ইঙ্গিত দিয়ে বলেছেন সময় এলে দেখা যাবে কোথাকার জল কোথায় গড়ায়।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here