মুসলমান ঘরের সন্তান হয়েও জুয়ার নেশায় মত্ত তারেক জিয়া

0
6

তারেক রহমান ব্রিটেনে তার বৈধ আয়ের পথ হিসেবে দেখিয়েছেন জুয়া খেলাকে। জুয়ার মাধ্যমে আয় ব্রিটেনে বৈধ হলেও একজন বাংলাদেশের নাগরিক ও মুসলিম পরিবারের সন্তান হয়ে কিভাবে জুয়াকে নিজের পেশা হিসেবে নিতে পারেন তা নিয়ে দেশ জুড়ে চলছে নানা সমালোচনা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে জানান যে, তারেক রহমানের কাছে ব্রিটিশ সরকার আয়ের হিসেব চাইলে তিনি তার বৈধ আয় হিসেবে জুয়া খেলাকে দেখান। তবে শুধু আয়ের হিসেবেই নয় জুয়া খেলা রিতিমত নেশায় পরিনত হয়েছে তারেকের। তারেকের এই আচরনে বিব্রত করছে দলটিকে বলেও মন্তব্য করেন এই শীর্ষ নেতা।

অপরদিকে লন্ডনে তারেকের সাথে ছায়ার মত লেগে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের একজন নেতা জানান, প্রায় প্রতিরাতেই স্থানীয় এক ক্যাসিনোতে জুয়া খেলতে যান তারেক। এছাড়াও লন্ডনে বিএনপির রাজনীতিতে জড়িত এক নেতার বাড়িতেও জুয়া খেলতে বসেন লন্ডনের বসবাসরত কিছু ধনী বাঙ্গালির সঙ্গে। তারেকের জুয়ার নেশায় মত্ত থাকার খবর বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভিকে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করেন নি।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here