বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর অনেক আগের করা একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি কোন এক আলোচনা সভায় বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা শহরের নাম পরিবর্তন করে ’জিয়া সিটি’ রাখা হবে। এই বক্তব্য আবারো ভাইরাল হলে সব মহলে তোপের মুখে পড়েন দুদু।
বিএনপি এমনিতেই বেকায়দায় রয়েছে। মাঝে মাঝেই দলীয় অনৈক্য মাথা চাড়া দিয়ে উঠছে। এই অবস্থায় দুদু’র এই বক্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সর্ব মহলে। বিএনপির গত মিটিংয়ে দুদুর এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের মহাসচিবের প্রশ্নের উত্তরে দুদু বলেন, ওই বক্তব্যের জন্য কোন ব্যাখ্যা দিতে প্রস্তুত নই আমি। এই কথা বলার পরে মির্জা ফখরুল রেগে গিয়ে বলেন পার্টি করতে হলে পার্টির ডেকোরাম মেনে চলতে হবে অাপনাকে। না হলে এমন কোন বক্তব্য দিবেন না যাতে সব মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ফলরুলের এই কথার পর দুই জনের মধ্যে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন রুহুল কবির রিজভী। তিনি উত্তেজিত দুদুকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করেন।