রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0
13
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে ছয় কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা-মংলা মহাসড়কে রামপাল উপজেলার বাবুরবাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে বিদ্যুতের কোনো বিকল্প নেই। তাই বাগেরহাটের রামপাল উপজেলার কৈর্গদাসকাঠি-সাপমারি মৌজায় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি যৌথভাবে ১৭৩৪ একর জমির ওপর এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। তাঁরা দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান। যারা দেশের উন্নয়ন চায় না তারাই এ প্রকল্পের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে অংশ নেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকসহ স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।
তথ্যসূত্রঃ কালের কন্ঠ

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here