মাগরিবের আজানের ৫মিনিট আগেই ইফতার করলেন খালেদা!

1
14
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মঞ্চে থাকা ২০ দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতা মাগরিবের আজানের ৫ মিনিট আগেই ইফতার করেছেন।
 
রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এনডিপি আয়োজিত ইফতার পার্টিতে ঘটনাটি ঘটে।
 
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচলায় বেগম খালেদা জিয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। এরপর শুরু হয় মোনাজাত। মোনাজাত শেষ হতেই খালেদা জিয়া, মির্জা ফখরুল, মোস্তফা জামাল হায়দার, জাগপা চেয়ারম্যান রেহানা প্রধানসহ বেশ কয়েকজন নেতা ইফতার শুরু করেন। ওদিকে মাগরিবের আজান দিতে তখনও আরো ৫মিনিট বাকি। এসময় মঞ্চের নিচে বসা সাধারন নেতাকর্মীরা বারবার তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন।
 
পরবর্তিতে মির্জা ফখরুলকে ৫মিনিট আগেই ইফতার করার বিষয়টি জিজ্ঞেস করা হলে, তিনি কোন কথা না বলেই দ্রুত স্থান ত্যাগ করেন।

comments

1 COMMENT

  1. Vai akon apni Jodi noakhali boshe BTV er ajan shuna iftar koren tahole apnio BTV ER moto abal. Iftar er time total Bangladesh a ak time a na . Dhk te jokhon hobe Khulna Borisal a tar 5 min por hobe. Nilfamari te age hobe 5 min. BTV dhakar time maintain kore. So apni onno city te bose iftar er time a tv chalai tv te ajan shuna iftar koren. Ar bolen 75% people oi ajan shuna iftar korese tahole Ami jor dabi janasse 75% bd people NOAKHALI K division dekhte chai.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here