খালেদার চেয়ারে বসেন পদহীন নেতা নজরুল!

0
2

সম্প্রতি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফা হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে। সব ক’টি ঘটনার পেছনে একজন ‘উশৃঙ্খল’ কর্মীর দিকে আঙুল তুলেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। নয়াপল্টন কার্যালয়ের সামনে বেশ ক’জন স্থায়ী কমিটির বয়োজোষ্ঠ নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাতেও তাকেই দায়ী করছেন অনেকে।

এসব ‘ঝামেলা’র জন্য যার দিকে অভিযোগের তীর, তার নাম নজরুল ইসলাম। তিনি নিজেকে পল্টন থানা যুবদলের নেতা বলে দাবি করেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, দলের কোনো পদ-পদবি নেই তার।

বিএনপির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে দেখা গেছে, সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে খালেদা জিয়ার পাশের খালি চেয়ারে কে বসবেন তা অনেকটা ঠিক করে দেন এই নজরুল।

বিষয়টি নিয়ে অনেক নেতা বিব্রত বোধ করলেও কেউ প্রতিবাদ করেন না।

কারণ হিসেবে ‘ঝামেলা’র কথা বললেন নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, “শুধু শুধু ঝামেলায় জড়াতে চাই না। তাই বিএনপির অনেক নেতা খুব বাধ্য না হলে এখন কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চায়না।”

গত মঙ্গলবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের পর পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে,এই নজরুলই তুচ্ছ ঘটনায় ফিরোজকে কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে দেন।

ওই ঘটনায় নিজে বিব্রত হয়েছেন জানিয়ে ফিরোজ আলম বলেন, “আসলে বিব্রতকর অবস্থা। আমার উপর করা হামলার বিচার চাই আমি।” পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনাস্থলে গিয়ে নজরুলকে ধমক দিয়ে চলে যান।

ছাত্রদলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে নজরুল প্রসঙ্গে বলেন, “নয়াপল্টনের ভেতরে-বাইরে বেশ কয়েকটি মারামারির ঘটনায় তাকে (নজরুল) সামনের দিকে দেখা গেছে। কিন্তু তাকে কিছু বলার সাহস নেই আমাদের কারো। যতদূর জানি তার সাথে তারেক জিয়ার সরাসরি যোগাযোগ আছে।”

৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতার পোস্ট করা ছবিতে নজরুলকে বসে থাকতে দেখা যায় খালেদা জিয়ার চেয়ারে। ওই ছবি নিয়ে খোদ বিব্রতকর অবস্থায় পড়েছেন খালেদা জিয়া নিজেই।

সর্বশেষ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির জনসভা মঞ্চ থেকে দলের শীর্ষস্থানীয় অনেক নেতাকে নামিয়ে দেন নজরুল । তারপর নিজে গিয়ে দাঁড়ান সভামঞ্চে খালেদা জিয়ার পেছনে।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এসব বিষয় জানতে চাইলে ক্ষোভের সাথে তিনি বলেন, “এত বিষয় থাকতে আপনারা কেন বারবার নজরুলের ব্যাপারে কথা বলতে আসেন আমি বুঝি না। নজরুল সাপোর্ট পায় লন্ডন থেকে। এখানে আমাদের আর কি করার আছে।”

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নজরুল। তিনি বলেন, “ভাই, আমি কারো সঙ্গে গ্যাঞ্জাম করি না। কী করি-না করি তা আপনারা তো দেখেনই। আর যদি আমি কারো সঙ্গে খারাপ আচরণ করতাম, তাহলে কি নেতারা আমাকে অফিসে যাওয়ার সুযোগ দিতেন?’

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here