
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্ম সাল ও স্থান নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিএনপির দলীয় ওয়েব সাইট ‘বিএনপি বাংলাদেশ ডটকম’- এ তারেক রহমানের জন্ম সাল ১৯৬৫ দেয়া হলেও উইকিপিডিয়া ডটকম- এ তারেকের পরিচিতিতে তার জন্ম সাল ১৯৬৭ উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিএনপির দলীয় ব্যানারে তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উদযাপনের কথা বলা হলেও সম্প্রতি জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শিত ব্যানারে তার ৫১তম জন্মবার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করা হয়েছে।
এর বাইয়ে তারেক রহমানের জন্মস্থান নিয়েও বির্তক রয়েছে। দলের বহু নেতাকর্মীরা তার জন্মস্থান বগুড়া বললেও অনেকেই আবার বলেন তারেক রমানের জন্ম হয়েছিল করাচিতে। তবে তারেক রহমান উইকিপিডিয়া ডটকম- এ তার জন্মস্থান করাচি, পাকিস্তান দেওয়া হলেও বিএনপির দলীয় ওয়েব সাইট ‘বিএনপি বাংলাদেশ ডটকম’- এ তারেক রহমানের জন্মস্থান বগুড়ার কথা উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, যারা বাবা-মা তারা এই বিষয়টি বলতে পারবেন। আমার এই বিষয়টি জানা নেই।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা তারেক রহমানের জন্মদিন পালন করেছি। এর বাইয়ে কোথায় কি আছে সেটা নিয়ে ঘাটাঘাটি করি না।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কৃষক দল আয়োজিত ব্যানারে তারেক রহমানের ৫১তম জন্মদিনের বিষয়টি আমরা বিএনপির কার্যালয় থেকে পেয়েছি। এছাড়া তার জন্ম কোথায় এবং কত সালে সেটা আমরা বলতে পারছি না। এটা নিয়ে একটু সংশয় আছে।