মঞ্চের সামনে বসা নিয়ে তারেকপন্থি ও খালেদাপন্থি নেতদের মধ্যে হাতাহাতি

0
6

মঞ্চের কাছাকাছি বসা নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী দলের তারেক পন্থি ও খালেদা পন্থি দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির মত ঘটনা ঘটেছে।

১লা মে উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটছে। এ ঘটনায় ঢাকা মহানগর (উত্তর) শ্রমিকদল শাখার কর্মী ও তারেক পন্থি এক নেতার কর্মি শাহ আলম (৩০) গুরুতর আহত হয়েছেন। রোববার (০১ মে) বিকেল ৩টার দিকে মঞ্চের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে শ্রমিকদলের সমাবেশ শুরু হয়। তবে এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন শ্রমিকদলের নেতাকর্মীরা। এ সময় মঞ্চের পূর্ব দিকে বসতে চাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে তারেক পন্থি নামে ক্ষ্যাত সংগঠনটির ঢাকা উত্তর এর কিছু নেতাকর্মী। সাথে যোগ দেয় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী পন্থি নেতারা। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে শাহ আলম নামে উত্তরের এক কর্মী আহত হয়েছেন।

মঞ্চ থেকে বিএনপির নেতারা মাইকে পরিস্থিতি শান্ত করতে বারবার আহ্বান জানান। প্রথমে থামলেও বেশ কয়েকবার নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা গেছে তাদের। এমনকি দলটির চেয়ারপার্সন মঞ্চে উঠার সময়ও চলে হাতাহাতি।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here