ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপ মিলিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীদের গো-হারা দেখে সঙ্কিত বিএনপি নেতারা। ধানের শীষ প্রতীকের ভরাডুবি এড়াতে আগামি দফার নির্বাচনে বিএনপি ভোট বর্জনের হুমকি দিয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপ মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা যেখানে ৯৮৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন ১০৮ ইউপিতে। সব মিলিয়ে প্রাপ্ত ভোটের তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছে ধানের শীষ প্রতিক।দলের স্থায়ী কমিটির একজন সদস্য বাংলাদেশ টাইমসকে বলেন, “যেভাবে ইউপি নির্বাচন হচ্ছে, তাতে বিএনপির ধানের শীষের মর্যাদা নষ্ট হচ্ছে। আমরা এই জনপ্রিয় প্রতীককে অপমান করতে পারি না। তাই আসন্ন দফার নির্বাচনে আমরা ভোট বর্জন করবো। আমাদের কোন প্রার্থী দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবে না”।
দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনও শুক্রবার বাকি ধাপের ভোট বর্জনের দাবি জানিয়ে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর পর আজ রাত ৯টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান, “আজ রাতেই ম্যাডাম পরবর্তি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করবেন”। তিনি আরো জানান, “আজ রাতের বৈঠক থেকে নির্দেশ আসতে পারে বাকি ধাপের নির্বাচন বর্জন করবে বিএনপি, তবে কেউ নির্বাচন করতে চাইলে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবে”।
আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “ব্যর্থতার লজ্জায় বিএনপির ভোট বর্জনের হুমকি দিয়েছে। নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে”।
Post Views: 2,427
comments