খালেদার বাড়িতে ঢোকার সময় পাকিস্তানী গোয়েন্দা সংস্থা “আইএসআই” এজেন্ট গ্রেফতার!

1
38

খালেদা জিয়ার বাসার সামনে থেকে এক বিদেশি কূটনীতিককে মোটরসাইকেলসহ (ঢাকা- মেট্রো হ ৩৯ ৮২৪৭) আটক করা হয়েছে।

আটককৃতের নাম ইব্রাহীম। তিনি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে ইনফরমেশন সেক্রেটারির একান্ত সহকারী (পিএস) হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঐ কূটনীতিক মূলত পাকিস্তানী গোয়েন্দা সংস্থা “আইএসআই” এর এজেন্ট। সে দূতাবাসে কাজ করার উছিলায় আইএসআই এর বিশেষ বার্তা বাহক হিসেবে দায়িত্ব পালন করছিল। ইব্রাহীম এর আগেও খালেদা জিয়ার বাসভবনে গিয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ডিবি পুলিশ।

আইএসআই এজেন্ট ইব্রাহীম ঠিক কি কারণে খালেদা জিয়ার বাসায় ঢোকার চেষ্টা করেছিল সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, যেহেতু ইব্রাহীম আসলে আইএসআই এর বিশেষ বার্তাবাহক সেহেতু সে কোন নির্দিষ্ট বার্তা পৌছে দিতেই সেখানে গিয়েছিল। এবিষয়ে বিস্তর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে ডিবি পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ইব্রাহীমের সন্দেহজনক গতিবিধির কারণে বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা সংস্থা তার উপর নজরদারি করছিল। এরই পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল সোমবার সকাল ১১টায় খালেদা জিয়ার বাসভবনে গোপনে প্রবেশের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে।

ইব্রাহীমকে বর্তমানে গুলশান থানায় রাখা হয়েছে।

comments

1 COMMENT

  1. Gato ratre e cheredewa hoache,pakisthane Bangladesh dutabasher 1 karmo karts nikhoj roychen,ekhono ter mono khabor pawa jay nai.Ei holo is I.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here