খালেদা ভূল করেছেন, আদালতকে বিশেষ বিবেচনায় বিচারের আহ্বান ফখরুলের!

0
0

খালেদা জিয়া ভুল করেছেন বলেই তার বিরুদ্ধে মামলা হয়েছে, দলগতভাবে এই রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আমাদের কোন অভিযোগ নেই বলেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ওই মামলায় আদালত খালেদার বিরুদ্ধে সমন জারির ঘণ্টাখানেক পর জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।

“স্বাধীনতাযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য একটু বিতর্কিতই ছিল। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উনার এরকম মন্তব্য করা ঠিক হয়নি। মানুষ মাত্রই ভূল, উনিও ভূল করেছেন।”

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, “বেগম খালেদা জিয়া যেহেতু একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটি বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সন তাই আদালত এ পরিচয়টি মাথায় রেখেই শাস্তির বিষয়টি বিশেষভাবে মূল্যায়ন করবেন বলে আশাকরি।”

সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে বিএনপির কোন কর্মসূচি আছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “দলীয়ভাবে আমরা এখনি কোন কর্মসূচিতে যাচ্ছি না। আমরা এখন চাইব আদালতের মাধ্যমেই এই মামলার পরিসমাপ্তি ঘটবে। তবে আমাদের চেয়ারপার্সনের শাস্তির বিষয়টি যদি বিশেষ বিবেচনায় না দেখা হয় সেক্ষেত্রে আমরা দলীয় ফোরামে আলোচনা করে কর্মসূচির ব্যাপারে আপনাদের জানিয়ে দেব।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

তার ওই বক্তব্যের পর জনসাধারনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তুমুল সমালোচনার মুখে পরেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সোমবার এই মামলা করেন।

তার মামলা আমলে নিয়ে ঢাকার হাকিম আদালত খালেদাকে আগামী ৩ মার্চ হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছে।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক দলের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে দেশের ৬৪ সাংগঠনিক জেলার তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান ‍দুদুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, নাজিমউদ্দিন, সৈয়দ মেহেদি আহমদে রুমি, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক তকদীর হোসেন মো. জসিম, জামালউদ্দিন খান মিলন, ব্রাক্ষনবাড়ীয়ার হাফিজুর রহমান মোল্লা কচি ও যাশোরের সাবেরুল হক সাবু বক্তব্য দেন।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here