লাগাম টানার কেউ নেই, বেপরোয়া তারেক রহমান-তৈমুর

0
445
তৈমুর

বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম বলেন,টাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব করতে পারেন। এমনকি তিনি জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আদর্শকেও মুছে ফেলতে পারেন নিমিষেই।

তিনি শুধু চেনেন টাকা। কে যোগ্য, কে অযোগ্য-এটা তিনি ভাবেন না। লন্ডনে বসে স্কাইপির মাধ্যমে তিনি এখানে স্বেচ্ছাচারিতা দেখান। আগে খালেদা জিয়া ছিলেন, এ কারণে একটু নমনীয় ছিলেন তিনি।

আরও পড়ুনঃ তারেককে টাকা না দেওয়ায় একে একে সব হারাচ্ছেন তৈমুর

[লাগাম টানার কেউ নেই, বেপরোয়া তারেক রহমান-তৈমুর]

কিন্তু এখন খালেদা জিয়া অসুস্থ থাকায় তারেক এই সুযোগে মনোনয়ন কিংবা দলীয় পদ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।তারেক রহমানের এই বেপরোয়া গতির এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে হুমকির মুখে পড়বে বিএনপি। কারণ ত্যাগী, সৎ ও যোগ্য অনেক নেতাই বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের চক্ষুশূল। তারা পদে পদে বঞ্চিত হতে হতে এক সময় দলবিমুখ হয়ে পড়বে। পরে অনাস্থা সৃষ্টি হলে দল থেকে অব্যাহতি নিবে কিংবা নিজেকে গুটিয়ে নেবে।

আরও পড়ুনঃ

শত্রুর চোখে বঙ্গবন্ধু –শেখ মুজিব বাঙালিকে গোলামি থেকে মুক্তি দিয়েছে: টিক্কা খান

তৈমুর আলমের পর এবার গয়েশ্বরের পালা!

২০১৭’র জুলাইতে খালেদা জিয়ার লন্ডন সফরের উদ্দেশ্য ছিল আইএসআই’র সাথে গোপন বৈঠক

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here