আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বাইরে থাকা দলগুলোর সঙ্গে গোপন বৈঠক করেছে বিএনপি

0
125
বিএনপি

গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. অলি আহমদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। রাতে অলির মহাখালীর ডিওএইচএসের বাসায় সাড়ে ৩ ঘণ্টার ঐ অনানুষ্ঠানিক বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। বৈঠক সূত্র জানায়, সরকারের বিরুদ্ধে আন্দোলন ইস্যুতে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন অলি আহমদ।তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি নেতাদের জানান, এটি বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার। এর চেয়ে এখনই জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করা উচিত।রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপি তৈরি হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। সব সময় ষড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। সম্প্রতি সরকার বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপি নেতাদের গোপন বৈঠক তার উৎকৃষ্ট প্রমাণ।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here