রবিবার (২ জানুয়ারি) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রেসব্রিফিং পরবর্তী উপস্থিত নেতা-কর্মীদের সাথে একান্তে আলাপকালে রিজভী এমন অভিযোগ করেছেন বলে জানা গেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানা বিএনপির একজন সিনিয়র নেতার বরাতে জানা গেছে, রিজভী মনে করেন-বিএনপিতে কিছু দুমুখো চরিত্রের নেতা রয়েছেন। যার কারণেই বিএনপির আজ এমন দুর্দশা। এসব নেতারা চান তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে তারাই হবেন দলের প্রধান। যার প্রমাণ হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তারা কোনো আন্দোলন করছে না। কিন্তু আমরা জিয়ার সৈনিকরা তা কখনোই হতে দেবো না। আর এ কারণেই আমরা ৩০-৪০ জন কর্মী নিয়ে হলেও মিছিল করি। রাতের আঁধারে পোস্টার লাগাই।
এদিকে রিজভী আহমেদের এমন অভিযোগের বিষয়টিকে বিব্রতকর বলে আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০-৩০ জন কর্মী নিয়ে আমরাও রাস্তায় নামতে পারি। কিন্তু এভাবে রাস্তায় নামাকে মিছিল বলা চলে না। মিছিলের নামে রাজনৈতিক তামাশা বন্ধ করা উচিত।রিজভীকে উদ্দেশ্য করে উত্তেজিত মির্জা ফখরুল আরো বলেন, ঘরের মধ্যে থেকে দু’চারটা কথা বলে নেতা হওয়া যায় না। নেতা হওয়া এত সহজ নয়। বিএনপি ভাঙছে বলে যারা গুজব ছড়াচ্ছে তারাই হচ্ছে কুচক্রী মহলের এজেন্ট। অতি ভক্তি চোরের লক্ষণ। এরাই বিএনপিতে বিচ্ছেদ সৃষ্টি করছে।