জুয়ায় হেরে একটি বারে মদ খেয়ে মদ্যপ অবস্থায় তারেক বাসায় গিয়েই হইচই শুরু করেন।আরো রাগান্বিত হন যখন জানতে পারেন, বড় মেয়ে জাইমা রহমান গভীর রাতে বন্ধুদের সাথে বারে আড্ডা দিতে গেছেন।পরবর্তীতে স্ত্রী জোবায়দা রহমানকে এর জন্য জবাব দিতে বললে উল্টো জোবায়দা তারেককে মদপান, জুয়া ও মাতলামি করার জন্য তিরস্কার করেন। তর্কাতর্কির একা পর্যায়ে মাতাল তারেক কোমরের বেল্ট খুলে বেদম প্রহার করেন। স্বৈরশাসক জিয়া যেমন খালেদাকে বেল্ট দিয়ে পেটাতেন, তারেকও বাবার কৌশল অবলম্বন করে জোবায়দাকে মারধর করেন। মধ্যরাতে তাদের পারিবারিক কলহ, উচ্চস্বরে অশ্লীল ভাষায় গালমন্দে বাঙালি প্রতিবেশীরা বিরক্তি প্রকাশ করেন। জানা গেছে তাদের এমন প্রাত্যহিক কর্মকাণ্ডে বিরক্ত প্রতিবেশীরাও।