ভারতের হিন্দুত্ববাদী বিজেপি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টির সাথে বিএনপির সখ্যতা

0
251

IDU সম্পর্কে কোনো ধারণা আছে? IDU হচ্ছে International Democratic Union নামের একটি সংগঠন যেটি ১৯৮৩ সালে আত্মপ্রকাশ করে। আমেরিকার রিপাবলিকান পার্টি, ভারতের ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ইসরায়েলের লিকুদ পার্টি, জার্মানীর ‘ক্রিস্টিয়ান স্যোশাল ইউনিয়ন ইন বাভারিয়া’ সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের ডানপন্থী ও রক্ষণশীল দলগুলো নিয়ে এ সংগঠনটির যাত্রা। এ সংগঠনের অন্যতম সদস্য বাংলাদেশের ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’।

অঞ্চলভিত্তিক IDU এর কয়েকটি শাখা সংগঠন রয়েছে। যেগুলা IDU এর মটো বাস্তবায়ন করে। এমন একটি শাখা সংগঠন হচ্ছে APDU (Asia-Pacific Democratic Union)। ২০১৯ সালে এটির ভাইস-চেয়ারম্যান হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন।

সুতরাং এই জোটের মাধ্যমে সেই ১৯৮০র দশক থেকেই মূলত বিজেপির সাথে বিএনপির সখ্যতা। বিশ্বাস না হলে গুগলে জোটটির নাম সার্চ দিয়ে দেখেন, উইকিপিডিয়া ও তাদের ওয়েবসাইটসহ মির্জা ফখরুলের ভাইস-চেয়ারম্যান হওয়ার খবর পেয়ে যাবেন।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here