তারেকের আরাম-আয়েশ এর জীবন এর ওপর ক্ষুব্ধ খালেদা জিয়া, নারাজ লন্ডনে চিকিৎসা নিতে

0
75

বিএনপি এর নেতাদের সূত্রে পাওয়া তথ্যমতে, পারিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়া বলেছেন, ‘পিনুর (তারেক রহমান) কারণে আজ আমার এই অবস্থা। আমার দল বিএনপি নিয়ে মানুষ হাসাহাসি করে। পিনুর ‘হাওয়া ভবন’ আর ‘দুর্নীতি’র কারণেই দলের ভিতর এত ভাঙ্গন’।

সূত্রে আরো জানা যায়, নিজের মা’কে দেখতে না আসায়, ছেলে তারেক রহমানের উপর রাগ রয়েছে খালেদার। তার ভাই কোকোর মৃ’ত্যুর সময়ও তারেক আসেনি জেল খাটার ভয়ে।
খুব দুঃখ করে খালেদা বলেছেন, ‘আমি আমা’র শেষ জীবনে রাজনীতির জন্য দলের জন্য জেল খাটি আর আমার সুস্থ-সামর্থ্য ছেলে আয়েসি জীবন যাপন করছে।
বিএনপির লন্ডনের নেতারা বলছেন, খালেদা জিয়া লন্ডনে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে থাকতে ও সেখানেই চিকিৎসা নিতে পছন্দ করছেন না। কিন্তু পরিবার ও দলের সিনিয়র নেতাদের পছন্দ লন্ডন। শুনেছি তার ছেলের উপর নাকি খুব বিরক্ত ম্যাডাম।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here