শহীদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) হাটহাজারীতে জীবনের শেষ তিন দিন

0
167

হাটহাজারী মাদরাসায় আন্দোলন
আল্লামা শফীর মর্মান্তিক মৃত‌্যু
আসলে কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার। অন‌্যদিনের মতোই শুরু হয়েছিল বুধবার দিনটি। সবকিছু স্বাভাবিক ছিল। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীও সুস্থ ও স্বাভাবিক ছিলেন। হজরতের ছেলে আনাস মাদানী ঢাকায় ছিলেন।
দুপুরে হজরত জোহর নামাজ পড়লেন। নামাজ পড়ে দারুল হাদিসের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দাওরার কিছু ছাত্র হুজুরের কামরায় প্রবেশ করে বলল, ‘হুজুর, দুপুরের খাবার খেয়ে নিন।’
হুজুর বললেন, ‘এখন না, আমি দরস শেষ করে এসে খাব।’
হুজুরকে দারুল হাদিসে নিয়ে যাওয়ার জন‌্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে (জোহরের নামাজের পর) মাঠে হৈ চৈ-এর আওয়াজ শুনতে পেয়ে একজন শিক্ষক হজরতের কামরায় এসে খবর দেন, ছাত্ররা মাঠে চিৎকার করছে, আনাস মাদানীর বহিস্কারের দাবি জানাচ্ছে।

সম্পূর্ণ বইটি পড়তে ও ডাউনলোড করতে ক্লিক করুন নিচের লিংক এ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here