ডঃ কামাল হোসেনের দুরভিসন্ধি মূলক পরিকল্পনা ; নির্বাচন করতে যাচ্ছেন সারা হোসেন

0
24

নিজে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেও নিজের উত্তরসূরীকে রাজনীতিতে নিয়ে আসছেন ডঃ কামাল হোসেন। জানা যায় ডঃ কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। ঐক্যফ্রন্টে নিজের আধিপত্য ধরে রাখার পাশাপাশি বিদেশী একটি গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ হস্তক্ষেপে এই পরিকল্পনা করেছেন তিনি। ইতোমধ্যে সারা হোসেনের জন্য মনোনয়ন পত্রও সংগ্রহ করা হয়েছে। বিএনপির সাথে এই নিয়ে চলছে দর কষাকষি।

উল্লেখ্য হেভিওয়েট আসন হিসেবে পরিচিত ঢাকা-১২ আসনটি কোনমতেই ঐক্যফ্রন্টকে দিতে চায় না বিএনপি। এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন যুবদল নেতা সাইফুল আলম নীরব।

ব্যারিস্টার সারা হোসেন এর স্বামী ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের আইনজীবীদের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া বিএনপির লবিস্ট গ্রুপের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। সারা হোসেনের নির্বাচন করার ব্যাপারে মূল কলকাঠি তিনিই নাড়ছেন বলে জানা যায়। নির্বাচনী খরচের জন্য ইতোমধ্যে তিনি ফান্ড সংগ্রহও করেছেন।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here