আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে প্রায় ৮০০-র মতো। একই নির্বাচনী আসনে ২ জন করে মনোনয়ন প্রত্যাশীকে কেন মনোনয়ন দেয়া হল তার রহস্য ফাঁস হলো আজ।
মিঃ টেন পার্সেন্ট খ্যাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে যতো বেশি পরিমাণ টাকা দিতে পারবে তার জন্যেই নাকি অপেক্ষা করছে মনোনয়ন নামক সোনার হরিণ। আর সে জন্যেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নের জন্য না দৌড়ে, দৌড়াচ্ছে টাকা যোগাড় করার পিছনে। কারণ টাকা ছাড়া মিলবে না মনোনয়ন তা সাফ জানিয়ে দিয়েছে তারেক রহমান।
বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সারা জীবন দলকে ভালোবেসে রাজনীতি করে গেলাম। জেল-জুলুম অত্যাচার সহ্য করে মানুষের পাশে থাকার চেষ্টা করলাম। আর এখন কিনা বলছে টাকা না হলে মনোনয়ন পাওয়া যাবেনা।
১০ বছর যাবত ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এবার নির্বাচনে লড়াই করছে ঠিকই কিন্তু দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হতে পারলোনা তারা। এমন পরিস্থিতিতে তারা ভোটের রাজনীতিতে কতোটা শক্ত ভিত গড়তে পারবে প্রতিপক্ষের বিপক্ষে তা নিয়ে যথেষ্টই সন্দিহান বিএনপির নেতা-কর্মীরা।