ফখরুল-মঈনুল-কামাল ঐক্য, লক্ষ্য তারেককে সরানো

0
8

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সরিয়ে দিয়ে বিএনপি কে পুরোপুরি নিজেদের দখলে নিতে একমত হয়েছে ফখরুল-মঈনুল-কামালেরা। আর তারেক কে সরিয়ে দিতে পারলেই বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির হবেন দলটির নতুন চেয়ারপারসন এবং ব্যারিস্টার মঈনুল ইসলাম হবেন দলটির নতুন মহাসচিব। নির্বাচনের আগেই বিএনপির এমন কমিটির ঘোষনা আসতে পারে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। তবে ডঃ কামাল হোসেনের ইচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে জিতে আসলে তিনি হবে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি।

সূত্রটি জানায়, তারেক রহমান কে মাইনাস করতে না পারলে যুক্তফন্ট যে আশা ও স্বপ্ন নিয়ে বিএনপির সাথে জোট বেধেছে সেই আশা স্বপ্ন পূরণ হবে না। কারাগারে থকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হওয়ায় আরো সুবিধা পেয়ে গেছে ফখরুল গং রা। তারা এখন তারেক কে মাইনাস করে দিতে সব ধরনের পদক্ষেপ নিবে বলেও জানায় সূত্রটি। সূত্রটি আরো জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক জিয়ার যাবজ্জীবন হওয়াতে বেশ খুশিই হয়েছে ফখরুল মওদুদরা। এই রায়ের পর তারেকের দেশে ফেরা প্রায় অনিশ্চিত আর দেশে ফিরলেও যেতে হবে কারাগারে। দূর্নিতীবাজ কাউকে দলে না রেখে নতুন কমিটি করবে ফখরুলরা, তাদের ধারনা খালেদা তারেক মাইনাস হলে বিএনপির পক্ষে জনগণের কাছে ভোট চাইতে কোন প্রশ্নের মুখোমুখি হতে হবে না। তারেক কে মাইনাস করে যেকোন সময় আসতে পারে নতুন বেইনপির কমিটির ঘোষনা, এমনটিই জানিয়েছে নির্ভোরযোগ্য সূত্রটি।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here