সমাবেশে গায়েবানা অতিথি খালেদা নিজেই; সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টার ঝড়

0
22

গতকাল ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেইনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে বেগম খালেদা জিয়া কে প্রধান অতিথি হিসেবে রেখেছিলো দলটি, সেই সাথে সমাবেশ মঞ্চে একটি চেয়ারও ফাঁকা রেখেছিলো। আর এতেই ট্রল এর ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ইউটিউবে।

ফেসবুক ঘেটে দেখা যায়, রাজনীতির বাইরে থাকা ইয়োথ জেনারেশনের একটা বড় অংশ সমাবেশ মঞ্চের ছবি নিয়ে হাসি ঠাট্টায় মেতেছে। কেউ কেউ বলছে গায়েবানা জানাজার মত গায়েবানা প্রধান অতিথির টেন্ড চালু করেছে বিএনপি। অন্য একজন লিখেছে একলাইনের জোকস শুনুন- গায়েবানা অতিথিঃ বেগম খালেদা জিয়া জেএসসি। আর একজন লিখেছেন, চেয়ারে সাদা কাপড় পড়ানো, তারা কি খালেদা কে মেরে ফেললো? এমন সব পোস্টে এখন সোসাল মিডিয়া সয়লাব।

খালেদা মুক্তির জনসভায় খালেদা কে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির সিনিয়র বেশ কিছু নেতাকে প্রশ্ন করলে সবাই এড়িয়ে যান। তবে এমন কান্ডে নেতা কর্মীরা বিস্মিত হয়েছেন। একজন আমাদের কে বলেন, দলের জনসভার কারনই তো কর্মীরা জানেন না, সেখানে এমন করে গায়েবি প্রধান অতিথি রেখে জনসভা করে আমাদের হাসির পাত্র বানিয়েছে সিনিয়র নেতারা। তবে সোসাল মিডিয়ার সাথে রাস্তার পাশের চেয়ের দোকানেও একই আলোচনা। বিএনপির গায়েবানা জনসভা।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here