দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় শুরুতেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জনসভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।
আজ দুপুর ১২টার দিকে দলীয় সংগীত বাজিয়ে জনসভার কার্যক্রম শুরু হওয়ার পর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে মঞ্চের ডান পাশে হঠাৎ দু’টি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে তারা দৌড়ে মঞ্চের পেছনের দিকে চলে যায়। এসময় সামনে-পেছনে উত্তেজনা দেখা দেয়। হাতাহাতিতে এখন পর্যন্ত তিন জনকে ডাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয়েছে।