ক্ষুব্ধ খালেদা জাতীয় ঐক্য চায় না

0
11

কিসের জাতীয় ঐক্য, আমাকে বাদ দিয়ে নির্বাচন করার পরিকল্পনা করা এমন ঐক্যে বিএনপি থাকবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজন সাক্ষাত করতে গেলে এমন মন্তব্য করেন তিনি।

গনফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিকল্পধারা চেয়ারম্যান ডাক্তার বদরুদ্দোজা চৌধূরি এবং নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্নার যুক্তফন্টের সাথে বিএনপি মিলে যে জাতীয় ঐক্য গঠন করার খবর প্রকাশ হচ্ছে তা শুনে ক্ষুদ্ধ হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দূর্নীতি মামলায় কারাগারে বন্দি বেগম জিয়ার আসন্ন একাদশ নির্বাচনের আগে মুক্তির সম্ভাবনা নেই। আর এমতাবস্থায় বিএনপি যুক্তফ্রন্টের সাথে মিলে জাতীয় ঐক্য গঠনের যে ডাক দিয়েছেন তা নিয়ে চটেছেন বেগম জিয়া।

কারাগারে বেগম জিয়ার সাথে সাক্ষাত করতে যাওয়া এক আত্মীয় বলেন, বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যে কোন মত নেই। তার পারমিশন না নিয়ে বিএনপির যুক্তফ্রন্টের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলায় ব্যাপক ক্ষুদ্ধ হয়েছেন তিনি। তি্নি বলেছেন, মির্জা ফখরুল দলের একজন কর্মী মাত্র। তার এত বড় সাহস কেমন করে হয় আমাকে বাদ দিয়ে নির্বাচন করার কথা চিন্তা করা। বিএনপি কোন ঐক্যে যাবে না, আমার কথা না শুনলে মির্জা ফখরুলকে পদত্যাগ করে দল ছাড়ার কথাও বলেন তিনি।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here