ঘুমিয়ে থেকে সেদিন বেগম জিয়া লাশের সারি দীর্ঘ করেছেন

0
11

২০১৩ সালের ২৪ এপ্রিল। সেদিন বিএনপি জাময়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ছিল। ওই সময় যদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা বাংলাদেশে তুমুল আন্দোলন চলছিল সর্ব সাধারণের। এর কিছু দিন আগেই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহাবাগে লাখ লাখ মানুষের সমাবেশ হয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোণঠাসা অবস্থায় আর কখনোই পড়েনি জামায়াত ইসলাম। জামায়াতের জোট সঙ্গী এবং আদর্শিক মিত্র বিএনপি জামায়াতকে উদ্ধারে এগিয়ে আসলো সেই সময়। যুদ্ধাপরাধীদের বাঁচাতে সেই সময় বিএনপি-জামায়াত একের পর এক সহিংস হরতাল দিয়ে সাধারণ জনজীবন বিপর্যস্ত করে তুলে। ২৪ এপ্রিল, ২০১৩ সাল বাংলাদেশের একটি কলঙ্কিত দিন। এদিন ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয়। সেদিন সকাল পৌনে ৯টার দিকে বহুতল ভবনটি যেটির প্রায় সব কয়টি ফ্লোরেই গার্মেন্ট ছিল হঠাৎ করেই ভেঙ্গে পড়ে।

সাধারণ মানুষ আতঙ্ক ও আর্তনাদে আশেপাশের এলাকা ভারী হয়ে উঠে। জরুরী উদ্ধার করার কাজে দ্রুত সাভার পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী ফায়ার সার্ভিস দলের। শুধু তাই নয় ঢাকা এবং সাভারের আশেপাশের এলাকা থেকে দুর্ঘটনার শিকার অনেকের প্রিয়জন ছুটে যেতে পারেননি সেদিন বিএনপি-জামায়াতের হরতালের কারণে। সেদিন সবাই গভীর উদ্বিগ্ন থাকলেও বিএনপি-জামায়াত তাদের হরতাল প্রত্যাহার করেনি। সেই সময়ের সহিংস হরতারের কারণে সময় মত উদ্ধারকারী দল পৌঁছাতে এবং সাধারণ মানুষ উদ্ধার কাজে দ্রুত যোগ দিতে পারেনি। এদিকে ভবন ধসে আটকে পড়া মানুষদের আর্তচিৎকারে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। কিন্তু কেন সেদিন বিএনপি তাদের হরতাল প্রত্যাহার করেনি বিকেল ৩ টা পর্যন্ত। কিন্তু কেন সেদিনে বিএনপি তাদের হরতাল প্রত্যাহার করেনি সেই বিষয় উঠে আসলো এই দীর্ঘ সময় পর বিএনপি এক সাংগাঠনিক সম্পাদকের কথা থেকেই। প্রসঙ্গত নিজের রাজনৈতিক স্বার্থে তিনি তার নাম প্রকাশ না করতে অনুরোধ করেছেন। তাই তার নাম উল্লেখ করলাম না। কিন্তু সেই বিএনপি নেতার কথা শুনে আপনি রীতিমত ভিমরি খাবেন। কেন জানেন? সেদিন দুপুর আড়াইটার পর বেগম খালেদা জিয়া ঘুম থেকে উঠে জানতে পরেন সাভারে রানা প্লাজা ধসে গেছে। উনি ঘুম থেকে উঠার পর সিদ্ধান্ত নেন হরতাল প্রত্যাহার করবেন। সিদ্ধান্তও যখন নেন বেগম জিয়া তখন প্রায় বিকেল ৩টা বেজে গেছে। পরে সংবাদ সম্মেলন করে বিএনপি জানায় রানা প্লাজা উদ্ধার কাজে সহায়তার জন্য তারা তাদের হরতাল প্রত্যহার করে নিচ্ছেন। কিন্ত ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই নেতা আক্ষেপের সুরেই সেদিন বললেন, বেগম জিয়ার ঘুম সেদিন রানা প্লাজায় মৃত্যুর সারি আরো দীর্ঘই করেছে। সারাদিনে বিএনপির শীর্ষ নেতৃত্ব একবারের জন্যও সিদ্ধান্ত নিতে পারলেন না, এমন জাতীয় দুর্যোগে হরতাল প্রত্যাহার করাটাও একটা রাজনীতি। এমন দল এবং দল প্রধান হলে সেই দলের ভবিষ্যৎ নিয়ে কোন আশা থাকে বলেও আক্ষেপের সুরে বলছিলেন সেই বিএনপি নেতা।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here