তিন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষনা ও নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহনই বলে দিচ্ছে আগামি নির্বাচনে জামায়ত কে আর পাশে পাচ্ছে না বিএনপি। ইসলামিক কোন দলের পরিচয়ে কিংবা অল্প কিছু আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বে জামায়াত, এমনটাই নিশ্চিত করেছে জামাতের এক গোপন সূত্র।
জামায়াতের পাশে না থাকা নিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়েছে বিএনপির শীর্ষস্থানীয় কিছু নেতা। সূত্র মতে, এমন কিছু আসন আছে যেখানে জামায়াত নির্বাচন করলে বিএনপির অনেক হাইভোল্টেজ প্রার্থী জয়ি হওয়ার সংঙ্কা আছে। এছাড়া অধিকাংশ আসনে জামায়াত পাশে না থাকলে হেরে যেতে পারে বিএনপির প্রার্থী। নির্বাচন সামনে নিয়ে এখন এসব হিসেবই ভাবিয়ে তুলছে বিএনপি কে।