বিএনপির আবাসিক নেতা নামে পরিচিত দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হুট হাট সংবাদ সম্মেলনকে ভাড়ামো বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
ছোট হো কিংবা বড় যেকোন ইস্যুতে দিনের রাতের যেকোন সময় হুট হাট সংবাদ সম্মেলন ডেকে বসেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। শুধু সংবাদ সম্মেলন না সেখানে করে বসেন বিষ্ফোরোক সব মন্তব্য। আর এটেই চটেছে বিএনপির হাইকমান্ড। হুট হাট সংবাদ সম্মেলন করতে পারবেন না এমন নিষেধাজ্ঞা দেয়ার তিন দিনের মাথায় দলটির ভাইস চেয়ারম্যান মওদুদ আহমেদ বলেন প্রেস ব্রিফিং এর নামে ভাড়ামো কএন রিজভী, তার এই কর্মকান্ডে নাখোশ হাইকমান্ড এমন কি তাকে নিষেধাজ্ঞা পর্যন্ত দেয়া হয়েছে, তবুও তিনি থামছেন না, এমন চলতে থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলেও জানান দলটির সিনিয়র এই নেতা।
উল্লেখ্য, গত ১০ জুলাই লন্ডন থেকে প্রেরিত এক নিষেধাজ্ঞা পত্রে রিজভী কে সংবাদ সম্মেলন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।