যুবদলের থানা কমিটি করতে টাকা নেন তারেক

0
12

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের ১৭টি থানার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে এসব কমিটি হয়েছে টাকার বিনিময়ে। আর কমিটির পূর্নাঙ্গ অনুমতি এসেছে লন্ডন থেকে।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের অধিনে ১৭টি থানার কমিটি অনুমোদন দেয় যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিল্টন। একাধিক পদপ্রত্যাশি জানিয়েছে যে কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক হতে ২০ থেকে ২৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এছাড়া সম্পাদকীয় পদের জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত বছর বেশ কিছু জেলা কমিটিতে সভাপতি সাধারন সম্পাদকগন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মোটা অংকের টাকা দিয়ে পদ বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here