বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে খাবার নিয়ে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অনেককে আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মরামারির এক পর্যায়ে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
গতকাল বুধবার (৩০ মে) সন্ধ্যা ছয়টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
কনভেনশন সেন্টারের নিচতলায় খাবার নিয়ে মারামারির সূত্রপাত হয় বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেন একাধিক নেতা। পরে বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গেলে বিবদমান কর্মীরা সরে যান।
এ বিষয়ে দলের কোনো নেতা মিডিয়ায় কথা বলতে রাজি হননি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কয়েকটি চেয়ার ও প্লেট ভাঙা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
অভিযোগ পাওয়া গেছে, মারামারির ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ফটোসাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপর চড়াও হন বিবদমান কর্মীরা। এতে গাজী টিভির ক্যামেরাপার্সন ভাসুদেব ও মোহনা টিভির রাহুল দাস আহত হন।